বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১১

ওশর, ফিৎরা ও কুরবানীর টাকা মাদরাসায় দেওয়া যাবে না।


প্রশ্ন : জনৈক আলেম বলেছেন ওশর, ফিৎরা ও কুরবানীর টাকা মাদরাসায় দেওয়া যাবে না। উক্ত দাবীর সত্যতা জানতে চাই।

উত্তর: উক্ত বক্তব্য সঠিক নয়। বরং বেসরকারী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানগুলো এসব সম্পদের বেশী হকদার। ফী সাবীলিল্লাহ খাত থেকে এসব স্থানে এ সম্পদ দেওয়া যাবে (তওবাহ ৬০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন