শুক্রবার, ১ এপ্রিল, ২০১১

সৎ ও তাক্বওয়াশীল পাত্র-পাত্রী ছাড়া বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়া যাবে কি?


প্রশ্ন : আপনি নিজেকে তাদের সংসর্গে ধরে রাখুন, যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহবান করে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে দৃষ্টি ফিরিয়ে নিবেন না (কাহফ ২৮)। এই আয়াতের ভিত্তিতে সৎ ও তাক্বওয়াশীল পাত্র-পাত্রী ছাড়া বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়া যাবে কি?

উত্তর: উক্ত আয়াত শুধু বিবাহের সাথে যুক্ত নয়। অতএব সাধ্যানুযায়ী চেষ্টা চালিয়ে সৎ পাত্র-পাত্রীকে বিবাহ করতে হবে। তাছাড়া এই আয়াত যার উপর নাযিল হয়েছে তিনিও বিবাহ করেছেন, অপরকে বিবাহ করতে বলেছেন। এমনকি বিবাহ থেকে বিরত থাকা ব্যক্তিকে তার উম্মত থেকে খারিজ হওয়ার ভয় প্রদর্শন করেছেন (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৪৪)। অন্যত্র তিনি ধার্মিকতাকে প্রাধান্য দিতেও বলেছেন (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩০৮২)। আর সমাজ সৎ পাত্র-পাত্রী শূন্য হয়ে গেছে তাও নয়। অতএব সামর্থ্য থাকলে বিয়ে করতে হবে। বিয়ে না করার সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক হবে না। আর যদি শারীরিক অক্ষমতা থাকে তাহলে ভিন্ন কথা। তাছাড়া বিয়ের পরেও অনেকে তাকওয়াশীল হ
তে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন