সোমবার, ৪ এপ্রিল, ২০১১

হাদীছটির সনদ সম্পর্কে জানতে চাই।


প্রশ্ন : ‘যে ব্যক্তি আছরের পর ঘুমায়, তার জ্ঞান বিলুপ্ত হয়ে যায় এবং তখন সে কেবল নিজেকেই ধিক্কার দিতে থাকে’। হাদীছটির সনদ সম্পর্কে জানতে চাই।

উত্তরঃ হাদীছটি যঈফ (ইবনু হিববান, সিলসিলা যঈফাহ হা/৩৯)। উক্ত হাদীছের দোহাই দিয়ে অনেকে আছরের পরে ঘুমাতে নিষেধ করেন। অথচ শারীরিক চাহিদা অনুযায়ী মানুষ যেকোন সময় ঘুমাতে পারে। আল্লাহ বলেন, ‘তাঁর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম হ’ল রাত্রিকালে ও দিবসে তোমাদের নিদ্রা যাওয়া এবং এর মাধ্যমে তাঁর অনুগ্রহ অন্বেষণ করা। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে শ্রবণকারী সম্প্রদায়ের জন্য
(রূম ৩০/২৩)। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে, মাত্র ছয় মিনিটের গভীর ঘুম মানুষের সকল জড়তা দূর করতে ও মনে প্রফুল্লতা আনার জন্য যথেষ্ট’। ঘুম তাই আল্লাহর একটি বড় নে‘মত। তাই বলে অধিক ঘুম অবশ্যই ক্ষতিকর। যা থেকে বিরত থাকা কর্তব্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন