রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১১

যাকাতের অর্থ দিয়ে রাস্তা নির্মাণ করা যাবে কি?


প্রশ্ন  : যাকাতের অর্থ দিয়ে রাস্তা নির্মাণ করা যাবে কি?

উত্তর : রাস্তা নির্মাণের জন্য যাকাতের অর্থ ব্যয় করা বৈধ নয়। কেননা এটা এলাকার দুস্থ-মিসকীনদের হক। এ অর্থ ঐ সকল খাতেই ব্যয় করতে হবে, যা মহান আল্লাহ পবিত্র কুরআনে উল্লেখ করেছেন (ফাতাওয়া লাজনা আদ-দায়িমাহ ১০/৪৩-৪৪, ফৎওয়া নং ২৩০৬)। যাকাত বণ্টনের খাত সমূহ হচ্ছে ফকীর, মিসকীন, যাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী, ইসলামের প্রতি বিধর্মীদের আকৃষ্টকরণ, দাস মুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে ও মুসাফির (তওবা ৬০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন