বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১১

কুরআন মাজীদের উপর বই কিংবা অন্য কোন বস্তু রাখা যাবে কি?


প্রশ্ন  : কুরআন মাজীদের উপর বই কিংবা অন্য কোন বস্তু রাখা যাবে কি?

উত্তর : পবিত্র কুরআন মহান আল্লাহর বাণী, যা পৃথিবীর সমস্ত গ্রন্থের চেয়ে মর্যাদামন্ডিত। আল্লাহ বলেন, নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন, যা আছে এক গোপন কিতাবে, যারা পাক পবিত্র  তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না (ওয়াক্বিয়া ৭৭, ৭৮, ৭৯)। কুরআন কে নিয়ে শত্রুর যমীনে যেতেও নিষেধ করা হয়েছে (মুত্তাফাক্ব আলাইহ হা/২১৯৭ তাহক্বীক মিশকাত ১ম খন্ড)। উক্ত আলোচনার পরিপেক্ষিতে বুঝা যায়, কুরআনের উপর অন্য গ্রন্থ বা বস্ত্ত রাখা আদবের পরিপন্থি কাজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন