বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১১

জুম‘আর দুই খুৎবার মাঝে ইমাম


প্রশ্ন  : জুম‘আর দুই খুৎবার মাঝে ইমাম মিম্বরে বসে দরূদ পড়েন। এর দলীল জানিয়ে বাধিত করবেন।

উত্তর : দুই খুৎবার মাঝে দরূদ কিংবা অন্য কিছু পড়ার কোন প্রমাণ নেই। এটি নতুন সৃষ্টি। সুতরাং উক্ত অভ্যাস বর্জন করতে হবে (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৪০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন