মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১

জনৈক পাকিস্থানী ইমাম বলেন,


প্রশ্ন : জনৈক পাকিস্থানী ইমাম বলেন, ছালাতের পূর্বে টাখনুর নীচের কাপড় গুটিয়ে নিয়ে অনেকে ছালাত আদায় করে। এতে তার ছালাত হবে না। এর সত্যতা জানতে চাই।

উত্তর : মূলতঃ টাখনুর নীচে কাপড় পরিধান করা ও ছালাত আদায় দু’টি দুই বিষয়। টাখনুর নীচে কাপড় পরা নিঃসন্দেহে একটি বড় অপরাধ যা বহু ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত (মুত্তাফাক আলাইহ, মিশকাত হা/৪৩১১)। সেটা ছালাতের মধ্যে হোক আর ছালাতের বাইরেই হোক। একজন প্রকৃত মুসলিমের জন্য এরূপ দ্বিমুখী আচরণ অবশ্যই পরিত্যাজ্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন