রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১১

ছালাতে কাতারবন্দী হওয়ার সময়


প্রশ্ন  : ছালাতে কাতারবন্দী হওয়ার সময় ডান থেকে কাতার করবে না বাম থেকে?

উত্তর : ইমামের পিছন থেকে কাতারবন্দি হবে, যাতে ইমাম মাঝখানে হয় এবং তার ডানে ও বামে মুছল্লী সমান হয়। আনাস বিন মালেক বলেন, একদা নবী করীম (ছাঃ) ছালাত আদায় করলেন। তখন আমি ও আমার ছোট ভাই তাঁর পিছনে দাঁড়ালাম। আমার বৃদ্ধা মা উম্মে সুলায়েম দাঁড়ালেন আমাদের পিছনে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১১০৮)। উক্ত হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, দ্বিতীয় কাতারের মুছল্লীরাও ইমামের পিছন থেকে কাতারবন্দি হবে। এক্ষণে ছালাতের দ্বিতীয় কাতারে ডান দিক থেকে দাঁড়ানোর যে প্রথা সমাজে চালু আছে সঠিক নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন