শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১

দু’হাতে তাসবীহ গণনা করা যায় কি?


প্রশ্ন  : দুহাতে তাসবীহ গণনা করা যায় কি?

উত্তর : তাসবীহ ডান হাতে গণনা করতে হবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তোমরা তাসবীহ সমূহ আঙ্গুলে গণনা কর। কেননা আঙ্গুল সমূহ ক্বিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে
(আবুদাঊদ, তিরমিযী, মিশকাত হা/২৩১৬)। রাসূলুল্লাহ (ছাঃ) সকল শুভ ও পবিত্র কাজ ডান হাত দিয়ে করতেন (মুসলিম হা/৬১৬ পবিত্রতা অধ্যায় ১৯ অনুচ্ছেদ; দ্রঃ ছালাতুর রাসূল (ছাঃ) টীকা ৫১৯ ও ১০১০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন