বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১১

জনৈক বক্তা বলেছেন, ক্বিয়ামতের দিন মানুষের


প্রশ্ন  : জনৈক বক্তা বলেছেন, ক্বিয়ামতের দিন মানুষের সর্বপ্রথম হিসাব ছালাত সম্পর্কে হবে, আবার কেউ বলেন, খুন সম্পর্কে হবে। কোনটি সঠিক জানিয়ে বাধিত করবেন।

উত্তর : উপরোক্ত দু’টি বর্ণনাই সঠিক। এর অর্থ হ’ল : সর্বপ্রথম ছালাতের হিসাব নেওয়া হবে আল্লাহর হক হিসাবে। আর বান্দার হক হিসাবে সর্বপ্রথম খুনের হিসাব নেওয়া হবে (বুলূগুল মারাম হা/১১৫৮-এর ব্যাখ্যা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন