শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১১

জুম‘আর খুৎবা মাইকে দেওয়া যাবে কি-না?


প্রশ্ন  : জুম‘আর খুৎবা মাইকে দেওয়া যাবে কি-না? ছহীহ হাদীছের আলোকে জানিয়ে বাধিত করবেন।

উত্তর : মুছল্লীগণকে খুৎবা শোনানোর উদ্দেশ্যে যন্ত্রের ব্যবহার দোষণীয় নয়। রাসূলুল্লাহ (ছাঃ)-এর মৃত্যুকালীন রোগের সময় আবুবকর (রাঃ) ছালাতের ইমামতি করছিলেন। এমতাবস্থায় রাসূলুল্লাহ (ছাঃ) ছালাতের জামা‘আতে উপস্থিত হ’লে আবুবকর (রাঃ) ইমামতির স্থান হ’তে সরে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ইক্বতেদা করলেন। আর তিনি মুকাবিবর হ’লেন। অর্থাৎ মুছল্লীদের তাকবীর ধ্বনি শুনানোর জন্য জোরে জোরে তাকবীর দিলেন (বুখারী ও মুসলিম, মিশকাত হা/১১৪৬; ছিফাত পৃঃ ৬৭)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন