বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১১

যোহরের চার রাক‘আত সুন্নাত ছালাত


প্রশ্ন  : যোহরের চার রাক‘আত সুন্নাত ছালাত এক সালামে পড়তে হবে, নাকি দুই রাক‘আত করে পড়তে হবে? জুম‘আর ফরয ছালাতের পরের চার রাক‘আত সুন্নাত ছালাতও কি একই নিয়মে পড়তে হবে? জানিয়ে বাধিত করবেন।
 
উত্তর : যোহরের চার রাক‘আত সুন্নাত এক সালামে ও দুই সালামে উভয় পদ্ধতিতে পড়া যায়। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যোহরের পূর্বে চার রাক‘আত সুন্নাত যার মাঝে কোন সালাম নেই
(ছহীহুল জামে‘ হা/৮৮৫, ছহীহ আবূদাঊদ হা/১১৩১)। তবে দুই সালামে চার রাক‘আত আদায় করাও জায়েয আছে। নবী করীম (ছাঃ) বলেন, রাতের এবং দিনের ছালাত দুই দুই রাক‘আত করে (ছহীহ আবূদাঊদ হা/১১৫১; ছহীহুল জামে‘ হা/৩৮৩১, ৩৮৩২। দ্রঃ আত-তাহরীক জুলাই ’৯৯ সংখ্যা ১১/১৬১)। অনুরূপভাবে জুম‘আর চার রাক‘আত সুন্নাত ছালাতও এক সালাম বা দুই সালাম উভয় পদ্ধতিতে পড়া যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন