শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১

অনেকের মুখে শোনা যায় যে, বানর


প্রশ্ন  : অনেকের মুখে শোনা যায় যে, বানর পূর্বকালে মানুষ ছিল। এ কথার সত্যতা জানিয়ে বাধিত করবেন।

উত্তর : কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন। দাঊদ (আঃ)-এর সময় নাফরমান ইহুদী সম্প্রদায়ের যাদের আকৃতি পরিবর্তিত হয়ে বানর-শূকরে পরিণত হয়েছিল (বাক্বারাহ ৬৫) ঐ বানর থেকে কোন বংশ বিস্তার ঘটেনি। ইবনু আববাস (রাঃ) বলেন, তারা কিছু খেতে পারত না, পান করতে পারত না। তারা মাত্র তিন দিন বেঁচে ছিল (কুরতুবী)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
الممسوخ لا ينسل চেহারা বিকৃতরা কোন বংশ বিস্তার করে না' (মুসলিম, কুরতুবী হা/৫৪২)। আল্লাহ এদের সমূলে ধ্বংস করেছিলেন। সুতরাং বানর পূর্বকালে মানুষ ছিল বা মানুষ পূর্বকালে বানর ছিল, কোনটাই ঠিক নয়। বরং বানর আল্লাহ পাকের একটি স্বতন্ত্র সৃষ্টি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন