প্রশ্ন : ফজর ছালাতের সুন্নাত আদায় না করে জামা‘আতে শরীক হওয়া যাবে কি? জনৈক ব্যক্তি বলেছেন সুন্নাত আদায় করে জামা‘আতে শরীক হ’তে হবে। অন্যথা সূর্যোদয়ের পরে সুন্নাত পড়তে হবে। এ বক্তব্য কি সঠিক?
উত্তর : ফজরের দু’রাক‘আত সুন্নাত ছালাত জামা‘আতের পূর্বে পড়াই সুন্নাত। কিন্তু তা আদায় করার সময় না পেলে ফরয ছালাত পড়ার পরে পড়তে হবে। ক্বায়েস ইবনু আমের (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ (ছাঃ) একজন লোককে ফজরের ফরয ছালাতের পর দু’রাক‘আত ছালাত আদায় করতে দেখে বললেন, ফজরের ছালাত কি দু’বার? তখন লোকটি বলল, আমি ফজরের পূর্বে দু’রাক‘আত পড়িনি। এতদশ্রবণে রাসূলুল্লাহ (ছাঃ) চুপ থাকলেন’ (ছহীহ ইবনু মাজাহ হা/১১৬৫; মিশকাত হা/১০৪৪)। তবে যদি তিনি ইমাম হন, তাহ’লে তিনি সুন্নাত পড়ে জামা‘আত শুরু করবেন। কেননা তার এখতিয়ার আছে, জামা‘আতের নির্ধারিত সময় আগপিছ করার (আহমাদ, মিশকাত হা/১০০৯)। তবে মুক্তাদীর জন্য সে সুযোগ নেই। কেননা ইক্বামত দেওয়ার পর অন্য কোন ছালাত আদায় করা নিষেধ (মুসলিম, মিশকাত হা/১০৫৮)।
উত্তর : ফজরের দু’রাক‘আত সুন্নাত ছালাত জামা‘আতের পূর্বে পড়াই সুন্নাত। কিন্তু তা আদায় করার সময় না পেলে ফরয ছালাত পড়ার পরে পড়তে হবে। ক্বায়েস ইবনু আমের (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ (ছাঃ) একজন লোককে ফজরের ফরয ছালাতের পর দু’রাক‘আত ছালাত আদায় করতে দেখে বললেন, ফজরের ছালাত কি দু’বার? তখন লোকটি বলল, আমি ফজরের পূর্বে দু’রাক‘আত পড়িনি। এতদশ্রবণে রাসূলুল্লাহ (ছাঃ) চুপ থাকলেন’ (ছহীহ ইবনু মাজাহ হা/১১৬৫; মিশকাত হা/১০৪৪)। তবে যদি তিনি ইমাম হন, তাহ’লে তিনি সুন্নাত পড়ে জামা‘আত শুরু করবেন। কেননা তার এখতিয়ার আছে, জামা‘আতের নির্ধারিত সময় আগপিছ করার (আহমাদ, মিশকাত হা/১০০৯)। তবে মুক্তাদীর জন্য সে সুযোগ নেই। কেননা ইক্বামত দেওয়ার পর অন্য কোন ছালাত আদায় করা নিষেধ (মুসলিম, মিশকাত হা/১০৫৮)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন