রবিবার, ২৩ অক্টোবর, ২০১১

‘তোমরা সকল ছালাতের প্রতি যত্নবান হও,


প্রশ্ন  : সূরা বাক্বারাহ ২৩৮ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সকল ছালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী ছালাতের প্রতি। এখানে মধ্যবর্তী ছালাত কি এবং এ ছালাতের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করার কারণ কি?

উত্তর : মধ্যবর্তী ছালাত বলতে এখানে আছর ছালাতকে বুঝানো হয়েছে। অন্যান্য ফরয ছালাত অপেক্ষা এ ছালাতের গুরুত্ব অনেক বেশী। কারণ নবী করীম (ছাঃ) বলেছেন, যে ব্যক্তির আছর ছালাত ছুটে গেল তার এমন ক্ষতি হ
ল যেমন ক্ষতি হয় তার ধন-সম্পদ ও পরিবারবর্গ সবকিছু ধ্বংসপ্রাপ্ত হ’লে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫৯৪)। অন্য হাদীছে এসেছে, তার আমল বরবাদ হয়ে গেল (বুখারী, মিশকাত হা/৫৯৫)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন