প্রশ্ন : আমি একটি সিগারেট কোম্পানীতে চাকুরী করি। ভালো বেতন-বোনাস ছাড়াও কোম্পানী আমাদেরকে লভ্যাংশের ভাগ দিয়ে থাকে। তবে আমি নিজে ধূমপান করি না। এক্ষণে আমার উক্ত আয় হালাল হবে কি?
উত্তর : যার মূল হারাম, তার আয়টাও হারাম। তামাক একটি হারাম বস্তু, যা মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। তামাক থেকে উৎপাদিত বিড়ি, সিগারেট, জর্দা সবই হারাম। তামাকের চাষ করা ও ব্যবসা করা হারাম। আল্লাহ বলেন, তাদের জন্য হালাল করা হয়েছে সকল পবিত্র বস্তু এবং হারাম করা হয়েছে সকল ‘খবীছ’ অর্থাৎ নাপাক বস্তু’ (আ‘রাফ ১৫৭)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘সকল প্রকার মাদকদ্রব্য হারাম’ (মুসলিম, মিশকাত হা/৪২৯১)। তামাক স্বাস্থ্যের জন্য অতীব ক্ষতিকর বস্তু। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, لاضَرَرولاضِرَار ‘ক্ষতি নয়, ক্ষতি করাও নয়’ (ইবনু মাজাহ, মালেক, ছহীহাহ হা/২৫০)। অতএব এই মাদক ও ক্ষতিকর বস্তু থেকে অর্জিত আয় হালাল নয়। আল্লাহ আমাদের হারাম থেকে বাঁচার তাওফীক দিন।
উত্তর : যার মূল হারাম, তার আয়টাও হারাম। তামাক একটি হারাম বস্তু, যা মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। তামাক থেকে উৎপাদিত বিড়ি, সিগারেট, জর্দা সবই হারাম। তামাকের চাষ করা ও ব্যবসা করা হারাম। আল্লাহ বলেন, তাদের জন্য হালাল করা হয়েছে সকল পবিত্র বস্তু এবং হারাম করা হয়েছে সকল ‘খবীছ’ অর্থাৎ নাপাক বস্তু’ (আ‘রাফ ১৫৭)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘সকল প্রকার মাদকদ্রব্য হারাম’ (মুসলিম, মিশকাত হা/৪২৯১)। তামাক স্বাস্থ্যের জন্য অতীব ক্ষতিকর বস্তু। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, لاضَرَرولاضِرَار ‘ক্ষতি নয়, ক্ষতি করাও নয়’ (ইবনু মাজাহ, মালেক, ছহীহাহ হা/২৫০)। অতএব এই মাদক ও ক্ষতিকর বস্তু থেকে অর্জিত আয় হালাল নয়। আল্লাহ আমাদের হারাম থেকে বাঁচার তাওফীক দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন