প্রশ্ন : কোন হিন্দু লোক ঘরে এলে সেই জায়গায় ছালাত আদায় করা যাবে কি?
উত্তর : বিধর্মীরা আল্লাহর সাথে শিরক করার কারণে সত্ত্বাগতভাবে অপবিত্র(তওবা ২৮)। তাই বলে তারা শারীরিকভাবে অপবিত্র- এমনটা নয়। তাদের সাথে উঠা-বসা, লেন-দেন সবই জায়েয। তাই তারা ঘরে প্রবেশ করলে সেখানে ছালাত আদায় নাজায়েয হওয়ার কোন কারণ নেই। এমনকি তারা যদি অনুমতি নিয়ে মসজিদেও প্রবেশ করে তাতেও কোন বাধা নেই। কেননা রাসূল (ছাঃ) মসজিদে অবস্থানকালীন তাঁর নিকট ওয়াফদে নাজরান, ওয়াফদে ছাক্বীফ ইত্যাদি বিধর্মী প্রতিনিধি দল ও ব্যক্তিরা উপস্থিত হয়েছে, এমন অনেক দৃষ্টান্ত রয়েছে। তেমনিভাবে বিধর্মীদের গৃহে বা ব্যবসা প্রতিষ্ঠানেও ইবাদত করা যাবে যদি সেখানে আপত্তিকর কিছু না থাকে ।
উত্তর : বিধর্মীরা আল্লাহর সাথে শিরক করার কারণে সত্ত্বাগতভাবে অপবিত্র(তওবা ২৮)। তাই বলে তারা শারীরিকভাবে অপবিত্র- এমনটা নয়। তাদের সাথে উঠা-বসা, লেন-দেন সবই জায়েয। তাই তারা ঘরে প্রবেশ করলে সেখানে ছালাত আদায় নাজায়েয হওয়ার কোন কারণ নেই। এমনকি তারা যদি অনুমতি নিয়ে মসজিদেও প্রবেশ করে তাতেও কোন বাধা নেই। কেননা রাসূল (ছাঃ) মসজিদে অবস্থানকালীন তাঁর নিকট ওয়াফদে নাজরান, ওয়াফদে ছাক্বীফ ইত্যাদি বিধর্মী প্রতিনিধি দল ও ব্যক্তিরা উপস্থিত হয়েছে, এমন অনেক দৃষ্টান্ত রয়েছে। তেমনিভাবে বিধর্মীদের গৃহে বা ব্যবসা প্রতিষ্ঠানেও ইবাদত করা যাবে যদি সেখানে আপত্তিকর কিছু না থাকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন