শনিবার, ২৯ অক্টোবর, ২০১১

ছালাতের সামনে কোন স্বচ্ছ কাঁচ বা টাইল্স


প্রশ্ন  : ছালাতের সামনে কোন স্বচ্ছ কাঁচ বা টাইল্স লাগানো থাকলে তাতে যদি ছায়া দেখা যায় তাহ’লে ছালাত আদায় হবে কি?
 
উত্তর : এক্ষেত্রে দু’টি বিষয় রয়েছে। (১) সাধারণভাবে কোন স্থানে ছবি-মূর্তি থাকলে সেখানে ছালাত আদায় করা যাবে না। কেননা ছবি-মূর্তি সংরক্ষণ করা হারাম (মুসলিম, মিশকাত হা/১৬৯৬) এবং যে ঘরে ছবি-মূর্তি বা কুকুর থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৪৮৯)। তবে সামনে রক্ষিত কাঁচ বা টাইল্সে স্বীয় প্রতিচ্ছায়া দেখা গেলে তাতে কোন সমস্যা নেই। কেননা এটা ছবি-মূর্তির হুকুমে পড়ে না। (২) যদি এই প্রতিচ্ছায়ার কারণে ছালাতে মনোযোগ বিঘ্ন হয়, তবে তা পর্দা বা অন্য কিছুর মাধ্যমে আড়াল করে দিতে হবে। যেন ছালাতে খুশূ-খুযূ বিনষ্ট না হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন