প্রশ্ন : মোযার উপর মাসাহ করার হুকুম ও শর্ত কী?
উত্তর : মোযার উপরে মাসাহ করা সুন্নাত (বুখারী হা/১০৬; মুসলিম হা/২৭৪; মিশকাত হা/৫১৮)। ইমাম আহমাদ (রহঃ) বলেন, মোযার উপর মাসাহ করার ব্যাপারে রাসূলুল্লাহ (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম থেকে ৪০টি হাদীছ রয়েছে (শায়খ উছায়মীন, বুহূছুন ওয়া ফাতাওয়া ফিল মাসাহ আলাল খুফফাইন, পৃঃ ২৫)।
মোযার উপর মাসাহ করার ৪টি শর্ত রয়েছে। (১) মোযা ওযূ অবস্থায় পরিধান করতে হবে (বুখারী হা/২০৬)। (২) মোযা পবিত্র হ’তে হবে। অপবিত্রতা থাকলে তার উপর মাসাহ জায়েয নয় (আবুদাঊদ হা/৬৫০ ‘ছালাত’ অধ্যায়)। (৩) মাসাহ করতে হবে হালকা অপবিত্রতা হ’তে, গোসল ওয়াজিবকারী অপবিত্রতা হ’তে নয় (তিরমিযী হা/৯৬ ‘পবিত্রতা’ অধ্যায়)। (৪) মাসাহ হ’তে হবে নির্ধারিত সময়ের মধ্যে। মুক্বীম (বাড়ীতে অবস্থানকারী) একদিন এক রাত এবং মুসাফিরের জন্য তিন দিন তিন রাত (মুসলিম, মিশকাত হা/৫১৭)।
উত্তর : মোযার উপরে মাসাহ করা সুন্নাত (বুখারী হা/১০৬; মুসলিম হা/২৭৪; মিশকাত হা/৫১৮)। ইমাম আহমাদ (রহঃ) বলেন, মোযার উপর মাসাহ করার ব্যাপারে রাসূলুল্লাহ (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম থেকে ৪০টি হাদীছ রয়েছে (শায়খ উছায়মীন, বুহূছুন ওয়া ফাতাওয়া ফিল মাসাহ আলাল খুফফাইন, পৃঃ ২৫)।
মোযার উপর মাসাহ করার ৪টি শর্ত রয়েছে। (১) মোযা ওযূ অবস্থায় পরিধান করতে হবে (বুখারী হা/২০৬)। (২) মোযা পবিত্র হ’তে হবে। অপবিত্রতা থাকলে তার উপর মাসাহ জায়েয নয় (আবুদাঊদ হা/৬৫০ ‘ছালাত’ অধ্যায়)। (৩) মাসাহ করতে হবে হালকা অপবিত্রতা হ’তে, গোসল ওয়াজিবকারী অপবিত্রতা হ’তে নয় (তিরমিযী হা/৯৬ ‘পবিত্রতা’ অধ্যায়)। (৪) মাসাহ হ’তে হবে নির্ধারিত সময়ের মধ্যে। মুক্বীম (বাড়ীতে অবস্থানকারী) একদিন এক রাত এবং মুসাফিরের জন্য তিন দিন তিন রাত (মুসলিম, মিশকাত হা/৫১৭)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন