প্রশ্ন : সাত আসমানের চেয়ে আল্লাহর আরশ বড় এবং আরশের চেয়ে আল্লাহ বহুগুণ বড়। এ বক্তব্য কি সঠিক? ?
উত্তর : সাত আসমানের চেয়ে আল্লাহর আরশ বড় একথা ঠিক (ইবনু আবী শায়বা, সিলসিলা ছহীহাহ হা/১০৯)। কিন্তু আরশের চেয়ে আল্লাহ বহুগুণ বড় এ কথা বলা যাবে না। কারণ এর দ্বারা আল্লাহকে তাঁর সৃষ্টির সাথে তুলনা করা হয়। অথচ তাঁর সাথে তাঁর কোন সৃষ্টিকে তুলনা করা যায় না (শূরা ১১)। তবে কোন কিছুর সাথে তুলনা না করে ‘আল্লাহ সবার বড়’ এ কথা বলায় কোন দোষ নেই।
উত্তর : সাত আসমানের চেয়ে আল্লাহর আরশ বড় একথা ঠিক (ইবনু আবী শায়বা, সিলসিলা ছহীহাহ হা/১০৯)। কিন্তু আরশের চেয়ে আল্লাহ বহুগুণ বড় এ কথা বলা যাবে না। কারণ এর দ্বারা আল্লাহকে তাঁর সৃষ্টির সাথে তুলনা করা হয়। অথচ তাঁর সাথে তাঁর কোন সৃষ্টিকে তুলনা করা যায় না (শূরা ১১)। তবে কোন কিছুর সাথে তুলনা না করে ‘আল্লাহ সবার বড়’ এ কথা বলায় কোন দোষ নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন