মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১১

কোন প্রসূতি বা ঋতুবতী মহিলা


প্রশ্ন  : কোন প্রসূতি বা ঋতুবতী মহিলা যদি ফজরের পূর্বেই পবিত্র হয় কিন্তু গোসল করতে না পারে, বরং ফজরের পরে গোসল করে, তাহলে তার ছিয়াম সিদ্ধ হবে কি?

উত্তর : সিদ্ধ হবে। কারণ তখন সে ঐ অপবিত্র ব্যক্তির মত, যে ছিয়াম রেখেছে কিন্তু ফজরের পূর্বে গোসল করতে পারেনি। আয়েশা (রাঃ) হ
তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) তাঁর স্ত্রীদের সাথে সহবাসের পর অপবিত্র অবস্থায় সকাল করতেন এবং ছিয়াম রাখতেন (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২০০১ ছিয়াম অধ্যায় ৩ অনুচ্ছেদ)। অর্থাৎ তিনি ফজর হওয়ার পরে জানাবাতের গোসল করতেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন