শুক্রবার, ১৫ জুলাই, ২০১১

জামে মসজিদ স্থানান্তর করা যাবে কি?


প্রশ্ন  : সবার সম্মতিক্রমে জামে মসজিদ স্থানান্তর করা যাবে কি? প্রচলিত আছে যে, মসজিদ স্থানান্তর করা যায় না। এ কথা কি সঠিক?
 
উত্তর : প্রয়োজনে মসজিদ স্থানাস্তর করা যায়। ওমর (রাঃ) কূফাবাসীর জামে
মসজিদকে ভেঙ্গে শহরের অন্যত্র বানিয়েছিলেন এবং প্রথম মসজিদের স্থানে খেজুর বিক্রেতাদের জন্য বাজার তৈরি করে দিয়েছিলেন (মাজমূউ ফাতাওয়া ৩১/২১৬)। এমনকি মসজিদের সম্পত্তি কোন উপকারে না আসলে ওয়াকফকৃত জমিও বিক্রি করে অন্য মসজিদে ব্যয় করা যাবে (ঐ, ২১৩)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন