সোমবার, ২৬ মার্চ, ২০১২

মানুষকে আল্লাহ তা‘আলা কী দ্বারা সৃষ্টি করেছেন?

প্রশ্নঃ  : মানুষকে আল্লাহ তাআলা কী দ্বারা সৃষ্টি করেছেন? কোন আয়াতে এসেছে পানি দ্বারা (ফুরক্বান ৫৪)। আবার কোন আয়াতে এসেছে, মাটি দ্বারা (ত্বোয়াহা ৫৫; রহমান ১৪)। সঠিক সমাধান দানে বাধিত করবেন।

উত্তর : মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। সূরা ফুরক্বানে যেখানে মানুষকে পানি দ্বারা সৃষ্টি করার কথা বলা হয়েছে তার অর্থ বীর্য (ইবনু কাছীর)। প্রকৃতপক্ষে তা তৈরী হয়েছে মাটি হ
তে উৎপাদিত খাদ্যদ্রব্যের নির্যাস হতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন