শনিবার, ৩ মার্চ, ২০১২

‘হারাম খাদ্য বর্জন ঈমানের দাবী’

প্রশ্ন  : ঢাকা থেকে প্রকাশিত ‘হারাম খাদ্য বর্জন ঈমানের দাবী’ বইয়ে বলা হয়েছে, প্যাকেটজাত দুধ, আইসক্রীম, ঘি, লাচ্ছা সেমাই, লাক্স সাবান, আর.সি, টাইগার ইত্যাদি দ্রব্যে শূকরের চর্বি মিশানো হয়। (সূত্র :দৈনিক ইনকিলাব ৫ই সেপ্টেম্বর ২০০২)। প্রশ্ন হল, উক্ত খাদ্য ও পণ্যগুলো গ্রহণ করা যাবে কি?

উত্তর :শূকরের চর্বি মিশানো প্রমাণিত হলে তা অবশ্যই পরিত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল (ছাঃ) হারাম করে দিয়েছেন, মদ, মৃতজীব, শূকর ও মূর্তি বিক্রি করা। তাঁকে জিজ্ঞেস করা হল, মৃত জীবের চর্বি নৌকা ও বিভিন্ন বস্তুতে লাগানো হয় এবং লোকেরা এর দ্বারা চেরাগ জ্বালায়। এটা বিক্রয় সম্পর্কে আপনার সিদ্ধান্ত কি? তিনি বললেন, এটা বিক্রি করা যাবে না। কারণ তা হারাম (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৭৬৬)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন