সোমবার, ১২ মার্চ, ২০১২

মুহাম্মাদ (ছাঃ) সম্পদের দিক দিয়ে ধনী ছিলেন, না গরীব ছিলেন?

প্রশ্ন  : আমাদের নবী মুহাম্মাদ (ছাঃ) সম্পদের দিক দিয়ে ধনী ছিলেন, না গরীব ছিলেন? ক্বিয়ামতের দিন তিনি কি সবার চেয়ে গরীব হয়ে উঠবেন?

উত্তর : রাসূল (ছাঃ)-এর জীবনে অসচ্ছলতা ও সচ্ছলতা দু’টিই ছিল। তবে তিনি দো‘আ করতেন, হে আল্লাহ্! আপনি আমাকে জীবিত রাখুন মিসকীন অবস্থায়, আমাকে মৃত্যু দিন মিসকীন অবস্থায় এবং ক্বিয়ামত দিবসে আমাকে মিসকীনদের দলভুক্ত করুন! এর কারণ জিজ্ঞেস করলে তিনি স্ত্রী আয়েশা (রাঃ)-কে বললেন যে, কেননা তারা ধনীদের চল্লিশ বছর আগে জান্নাতে যাবে
(তিরমিযী হা/২৩৫২; ইবনু মাজাহ হা/৪১২৬; মিশকাত হা/৫২৪৪)। অন্য বর্ণনায় এসেছে, পাঁচশত বছর পূর্বে(তিরমিযী, ইবনু মাজাহ হা/৪১২২; মিশকাত হা/৫২৪৩)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন