মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১২

তিন ওয়াক্ত সরবে ক্বিরাআত দুই ওয়াক্ত নীরবে। এর কারণ কি?।

প্রশ্ন   : পাঁচ ওয়াক্ত ছালাতের মধ্যে তিন ওয়াক্ত সরবে ক্বিরাআত করে পড়া হয় আর দুই ওয়াক্ত নীরবে। এর কারণ কি?।

উত্তর : কুরআন-হাদীছে এর কোন কারণ উল্লেখ করা হয়নি। তবে কেউ কেউ এর বিভিন্ন কারণ বের করার চেষ্টা করে থাকেন। রাসূল (ছাঃ) বলেছেন, তোমরা আমাকে যেভাবে ছালাত আদায় করতে দেখছ সেভাবে ছালাত আদায় কর
(বুখারী হা/৬৩১; মিশকাত হা/৬৮৩)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন