শনিবার, ১০ মার্চ, ২০১২

হিন্দুদের নিকট হতে আর্থিক সহযোগিতা

প্রশ্ন : প্রশ্ন আমাদের কোন ইসলামী অনুষ্ঠান হলে অনেক সময় হিন্দুদের নিকট হতে আর্থিক সহযোগিতা নিয়ে থাকি। কিন্তু হিন্দুদের কোন অনুষ্ঠানে সামাজিকতা রক্ষার্থে সহযোগিতা করা যাবে কি?

উত্তর : কাফের ব্যক্তি নিজ ইচ্ছায় মুসলিমদেরকে সহযোগিতা করলে অথবা হাদিয়া দিলে গ্রহণ করা যাবে। যদি এর মাধ্যমে তাদের কোন দূরভিসন্ধি না থাকে। কারণ ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন, ‘মুশরিকদের থেকে হাদিয়া গ্রহণ করা’ এবং তিনি কয়েকটি হাদীছ উল্লেখ করেছেন (বুখারী হা/২৬১৫)। এছাড়া রাসূল (ছাঃ) মুক্বাওক্বিসের নিকট হতে হাদিয়া হিসাবে মারিয়া ক্বিবতিয়াকে গ্রহণ করেছিলেন। তবে দূরভিসন্ধি আছে বুঝা গেলে তা গ্রহণ করা যাবে না। কারণ রাসূল (ছাঃ) অমুসলিমের হাদিয়া প্রত্যাখ্যানও করেছেন (তিরমিযী হা/১৫৭৭)। কাফেরদেরকে মানবিক ও সামাজিক সাহায্য দেয়া যাবে (মুমতাহানাহ ৮)। তবে শিরকী কর্মকান্ড পরিচালনার জন্য তাদেরকে কোনরূপ সাহায্য দেয়া যাবে না (মায়েদাহ ২)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন