বুধবার, ১৪ মার্চ, ২০১২

মানত করা যাবে কি?

প্রশ্ন  : অনেকে মানত করে থাকে, আমার ছেলে ভালভাবে বিদেশ থেকে ফিরলে ৫-১০ জন ইয়াতীম-মিসকীন খাওয়াব। কিংবা মেয়ের রোগ ভাল হলে মসজিদ বা মাদরাসায় এত টাকা দান করব। এভাবে মানত করা যাবে কি?

উত্তর : শারী‘আত অনুমোদিত যে কোন নেকীর কাজ করার মানত করলে তা বৈধ হবে। যেমন প্রশ্নে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যদি আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে কোন মানত হয় এবং তা কোন শরী‘আত বিরোধী কাজের সাথে সংশ্লিষ্ট না হয় তাহলে তা করা যাবে এবং তা অবশ্যই পূর্ণ করতে হবে। কারণ রাসূল (ছাঃ) বলেছেন, যে আল্লাহর আনুগত্য করার মানত করবে সে যেন তা করে, আর যে তাঁর নাফরমানী করার মানত করবে সে যেন তা না করে
(বুখারী, মিশকাত হা/৩৪২৭)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন