শনিবার, ১০ মার্চ, ২০১২

ক্বাযা ছিয়াম আগে না নফল ছিয়াম আগে আদায় করতে হবে?

প্রশ্ন  : ক্বাযা ছিয়াম আগে আদায় করতে হবে না নফল ছিয়াম আগে আদায় করতে হবে?

উত্তর : নফল ছিয়াম আগে আদায় করবে। কারণ ক্বাযা ছিয়াম আদায় করার অনেক সময় থাকে। কিন্তু নফল ছিয়াম নির্দিষ্ট সময়ে করতে হয়। যেমন শাওয়ালের ৬টি নফল ছিয়াম শাওয়ালের মধ্যেই আদায় করতে হয়। কিন্তু রামাযানের ক্বাযা ছিয়াম আগামী রামাযানের আগ পর্যন্ত আদায় করার সময় থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন