রবিবার, ২৫ মার্চ, ২০১২

ফরয ছালাতের শেষ রাক‘আতে রুকূর পর সবাই মিলে হাত তুলে দো‘আ

প্রশ্ন  : কোন দুর্যোগ কিংবা শত্রু কর্তৃক আক্রান্ত হওয়ার আশংকা থাকলে ফরয ছালাতের শেষ রাকআতে রুকূর পর সবাই মিলে হাত তুলে দোআ করা যাবে কি?

উত্তর : করা যাবে। উক্ত পদ্ধতিতে পাঁচ ওয়াক্ত ছালাতেই দো
আ করা যাবে। একে কুনূতে নাযেলাহ বলা হয় (আবূদাঊদ, নাসাঈ, মিশকাত হা/১২৯৮)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন