সোমবার, ৫ মার্চ, ২০১২

আমার অন্তরে অনেক সময় শিরকী কথার উদয় হয়।

প্রশ্ন  : আমার অন্তরে অনেক সময় শিরকী কথার উদয় হয়। এ কারণে অস্থিরতা বোধ করি। এজন্য আল্লাহ আমাকে পাকড়াও করবেন কি?

উত্তর : উক্ত ওয়াসওয়াসার জন্য আল্লাহ বান্দাকে পাকড়াও করবেন না। আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, আমার উম্মতের অন্তরে যে খটকার উদয় হয় আল্লাহ তা‘আলা তা মাফ করে দিবেন- যতক্ষণ পর্যন্ত না তারা তা কাজে পরিণত করে অথবা মুখে প্রকাশ করে (মুত্তাফাক আলাইহ, মিশকাত হা/৬৩)। এমন অবস্থা সৃষ্টি হলে আল্লাহর নিকট পানাহ চাইতে হবে এবং এরূপ চিন্তা থেকে বিরত থাকতে হবে
(বুখারী হা/৩২৭৬; মিশকাত হা/৬৫)

1 টি মন্তব্য: