রবিবার, ২৫ মার্চ, ২০১২

জামা‘আতে ছালাত রত অবস্থায় ওযূ নষ্ট হয়ে গেলে

প্রশ্ন  : জামাআতে ছালাত রত অবস্থায় ওযূ নষ্ট হয়ে গেলে করণীয় কি?

উত্তর : উক্ত অবস্থায় ছালাত ছেড়ে দিবে এবং ওযূ করে জামা
আতে শরীক হবে (মুস্তাদরাক হাকেম হা/৬৫৫, হাদীছ ছহীহ)। সালামের পর বাকী ছালাত পূর্ণ করবে। পূর্বে আদায়কৃত ছালাত ধরবে না। উল্লেখ্য, পূর্বের ছালাত ঠিক থাকবে মর্মে ইবনু মাজাহতে যে হাদীছ বর্ণিত হয়েছে তা যঈফ (যঈফ ইবনু মাজাহ হা/১২১২)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন