শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১১

ভাগ্য পরিবর্তনের দো‘আ


প্রশ্ন : ভাগ্য পরিবর্তনের দোআ হিসাবে আল্লাহুম্মা ইন্নী আঊযুবিকা মিন জাহদিল বালা-য়ে ওয়া দারকিশ শাক্বা-য়ে ওয়া সূইল ক্বাযা-য়ে পড়া যাবে কি?

উত্তর: উক্ত দোআটি ৪ প্রকার সংকট থেকে মুক্তি চেয়ে আল্লাহর নিকটে আশ্রয় ভিক্ষার জন্য বলা হয়েছে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৪৫৭)। তন্মধ্যে একটি হসূইল ক্বাযায়ে যার অর্থ মন্দভাগ্য। ভাগ্য বিধাতা আল্লাহ ইচ্ছা করলে ভাগ্যে যেকোন পরিবর্তন আনতে পারেন। রাসূলুল্লাহ (ছা:) বলেন, ভাগ্য পরিবর্তন হয় না দোআ ব্যতীত (ইবনু মাজাহ, মিশকাত হা/৪৯২৫ শিষ্টাচার অধ্যায় ১৪ অনুচ্ছেদ)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন