শুক্রবার, ২৫ মার্চ, ২০১১

আয়েশা (রা:) আযান ও ইক্বামত দিতেন।


প্রশ্ন: : হাদীছে এসেছে, আয়েশা (রা:) আযান ও ইক্বামত দিতেন। প্রশ্ন হল, তিনি কি  উচ্চৈ:স্বরে আযান দিতেন?

উত্তর: আয়েশা (রা:) আযান দিতেন, এক্বামত দিতেন এবং মহিলাদের ইমামতি করতেন। এ সময় তিনি কাতারের মাঝে দাঁড়াতেন (বায়হাক্বী হা/৪০৮; ফিক্বহুস সুন্নাহ
  ১/১৪৪)। তবে উচ্চৈ:স্বরে নয়, সরবে আযান দিবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন