শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১১

মা হাওয়া নাকের কোন্ দিকে নাকফুল ব্যবহার করতেন?


প্রশ্ন : মা হাওয়া নাকের কোন্ দিকে নাকফুল ব্যবহার করতেন? আমরা নাকের ডান দিকে নাকফুল ব্যবহার করি। কারণ রাসূল (ছা:) সব কাজ ডান দিক থেকে করা ভালবাসতেন। আমাদের একাজ কি শরীআত সম্মত হচ্ছে?

উত্তর: মা হাওয়া নাকে নাকফুল ব্যবহার করেছেন কিনা তার কোন প্রমাণ পাওয়া যায় না। রাসূল (ছা:) সব কাজ ডান দিক থেকে করতেন বলতে এই অর্থ নয় যে, নাকের ডান দিকে নাকফুল দিতে হবে; বরং সুবিধা অনুযায়ী দিবে। রাসূল (ছা:) ডান হাতে আংটি পরতেন। প্রয়োজনে কখনো বাম হাতেও পরতেন (আবুদাঊদ, মিশকাত হা/৪৩৯১-৪৩৯২; ইরওয়া ৩/৩০১)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন