শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১১

দ্বীনে হানীফ কাকে বলে?


প্রশ্ন : দ্বীনে হানীফ কাকে বলে? ইবরাহীম (আ:)-এর দ্বীনের নাম কী ছিল? উম্মী বলে কাদেরকে বুঝানো হয়েছে?

উত্তর: যে ব্যক্তি অন্য সব দ্বীন থেকে বিমুখ হয়ে সত্য দ্বীনের দিকে অগ্রসর হয় তাকেই হানীফ বলে। আবার একনিষ্ঠ এবং এক আল্ল্লাহর প্রতি বিশ্বাস করে এমন ব্যক্তিকেও হানীফ বলে। এছাড়া আল্লাহর নির্দেশাবলী মেনে নেয়ার ক্ষেত্রে যে নিজেকে সমর্পণ করে তাকেইও হানীফ বলা হয়। অতএব সহজ সরল সত্য দ্বীনই হচ্ছে দ্বীনে হানীফ। আল্ল্লাহ্ বলেন, তিনি (ইবরাহীম) ছিলেন হানীফ মুসলিম (আলে ইমরান ৬৭)। অর্থাৎ একনিষ্ঠ ও আত্মসমর্পিত। অতএব তাঁরও দ্বীনের নাম ছিল ইসলাম। তবে কুরাইশদের মধ্যে এটা দ্বীনে হানীফ নামে পরিচিত ছিল। কুরাইশরা নিজেদেরকে বনু ইবরাহীম বলত (আর-রাহীকুল মাখতূম, পৃ: ৩৯)। উম্মী অর্থ নিরক্ষর। এ শব্দের দ্বারা যদি উম্মী নবী উদ্দেশ্য হয়, তাহলে এর অর্থ হবে আমাদের নবী মুহাম্মাদ (ছা:)। কারণ তিনি লিখতে বা পড়তে পারতেন না। এ ছিল এক মুজিযা। কারণ তাঁকেই আল্ল্লাহ্ আয়াত পাঠকারী এবং কুরআন ও সুন্নাহ শিক্ষা দানকারী বানিয়ে দেন (আলে ইমরান ১৬৪; জুমআহ্ ২)। আর যদি উম্মীঈন বুঝানো হয়, তাহলে এর দ্বারা তৎকালীন আরবদেরকে ও বিশেষ করে কুরায়েশদেরকে বুঝানো হয়েছে (জুমআ ২)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন