মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০১১

দ্বিতীয় রাকা‘আতের ক্বিরাআত লম্বা


প্রশ্নঃ       সূরা ফাতিহা পড়ার পর কয়টি আয়াত পড়তে হবে ? প্রথম রাকাআতের পর দ্বিতীয় রাকাআতের ক্বিরাআত লম্বা হলে সমস্যা হবে কি ?

উত্তরঃ      সূরা ফাতিহার পর নির্দিষ্ট করে কত আয়াত পড়তে হবে তা কোন সহীহ হাদীসে বর্ণিত হয়নি তবে রাসূল (সাঃ) যতটুকু সম্ভব ততটুকু পড়তে নির্দেশ দান করেছেন (সহীহ আবু দাউদ হা/৮৫৬ ,সনদ সহীহ) তাই কখনও ছোট আবার কখনও বড় সূরা তেলাওয়াত করা যাবে রাসূল (সাঃ) প্রথম রাকাআত দ্বিতীয় রাকাআতের চেয়ে বেশী দীর্ঘ করতেন মর্মে সহীহ হাদীসে বর্ণিত হয়েছে (বুখারী হা/৭৫৯ , ৭৭৬ , ৭৭৯ ; মুসলিম হা/৪৫১) অতএব সর্বদা এরুপই হওয়া সুন্নাত তবে কখনো দ্বিতীয় রাকাআতে ক্বিরাআত লম্বা হয়ে গেলে তাতে কোন সমস্যা হবে না (সিফাতু সালাতিন্নাবী-১৩০)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন