রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১১

তাহাজ্জুদ সালাত আলোতে না অন্ধকারে পড়া উত্তম ?


প্রশ্নঃ       তাহাজ্জুদ সালাত আলোতে না অন্ধকারে পড়া উত্তম ?

উত্তরঃ      তাহাজ্জুদ সালাত আলোতে বা অন্ধকারে যে কোন অবস্থায় আদায় করা যায় । তবে কারো যদি অন্ধকারে তাহাজ্জুদের সালাত আদায় করার মধ্যে আল্লাহভীতি বেশী আসে তাহলে তার জন্য অন্ধকারে সালাত আদায় করাই উত্তম । কিন্তু হাদীসে আলো ও অন্ধকারের মধ্যে কোন পার্থক্য করা হয়নি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন