রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১১

মুসাফির ব্যক্তি বাড়ী ফেরার সময় যোহর আছর জমা ও কছর করতে পারে কি ?


প্রশ্নঃ       মুসাফির ব্যক্তি বাড়ী ফেরার সময় যোহর আছর জমা ও কছর করতে পারে কি ?

উত্তরঃ      মুসাফির বাড়ী ফেরার পূর্ব পর্য্ন্ত মুসাফির থাকে । তাই সে যোহর আছর জমা ও কছর করতে পারে (আবু দাউদ হা/১২০৮ ; তিরমিযী হা/৫৫৩) । তবে বাড়ী পৌঁছে গেলে পূর্ণ সালাত আদায় করতে হবে । কারণ সে তখন আর মুসাফির থাকে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন