শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১১

গোসল করতে অক্ষম ব্যক্তিকে তায়াম্মুম করতে হবে না-কি ওযু করলে চলবে


প্রশ্নঃ       আমরা জানি যে , গোসলের স্থলাভিষিক্ত তায়াম্মুম । কিন্তু আত-তাহরীকে দেখলাম গোসল না করতে পারলে ওযু করে সালাত আদায় করলে চলবে । এক্ষনে প্রশ্ন হল গোসল করতে অক্ষম ব্যক্তিকে তায়াম্মুম করতে হবে না-কি ওযু করলে চলবে ? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন ।

উত্তরঃ      কোন শরীআত সম্মত কারণে গোসল করতে অপারগ হলে অথবা গোসল করার মত পানি না থাকলে যদি ওযু করার সমান পানি থাকে তাহলে ওযুই করবে । আর যদি মোটেও পানি না থাকে তাহলে শুধু তায়াম্মুম করবে । আয়াতের বিধানটি পানি না থাকার ক্ষেত্রে আর আয়াতে শুধুমাত্র গোসলের পানি না পেলেই তায়াম্মুম করতে হবে এটা বুঝাইনি । বরং ওযুর পানি না থাকলেও তায়াম্মুম করবে এ বিধানকেও সম্পৃক্ত করেছে । আয়াতে বলা হয়েছে , তোমরা যদি পানি না পাও । অতএব গোসলের পানি না থাকলে যদি ওযুর পানি থাকে তাহল ওযু করবে । ফলে তাহরীকের ফৎওয়া ও আয়াতের মধ্যে কোন বৈপরীত্য সৃষ্টি হয়নি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন