বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০১১

সিজার করে বাচ্চা প্রসব করালে ,


প্রশ্নঃ       আমাদের এলাকায় প্রচলন আছে যে , সিজার করে বাচ্চা প্রসব করালে , টিউমার বা অন্য কোন রোগের কারণে কোন মহিলার পেটে অস্ত্রোপচার করা হলে এবং এ ধরনের কোন মহিলা মৃত্যু বরণ করলে তাদের নিকটে যাওয়া বা স্পর্শ করা যাবে না এমনকি ঐ মহিলা কারো মা হলেও সন্তান তাকে স্পর্শ করতে পারবে না এটা কতটুকু সঠিক ?

উত্তরঃ      মানুষ একান্ত বাধ্য হয়েই অপারেশন বা অস্ত্রোপচার করিয়ে থাকে সুতরাং কোন রোগের জন্য কিম্বা সন্তান প্রসবকালে জটিলতার কারণে অপারেশন করালে এবং এজন্য মৃত্যু বরণ করলে ঐ মহিলার কাছে যাওয়া বা ধরা-ছোঁয়া যাবে না মর্মে প্রশ্নোল্লেখিত বক্তব্য সঠিক নয়  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন