বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১১

দাজ্জাল কার বংশধর?


প্রশ্ন  : দাজ্জাল কার বংশধর? সে কি আদম (আঃ)-এর ঔরসজাত সন্তান? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

উত্তর : ছহীহ হাদীছের বর্ণনা অনুযায়ী জানা যায় দাজ্জাল শেষ যামানার কোন আদম সন্তানের ঔরসজাত হবে। সে খোরাসান থেকে বের হবে (ছহীহ তিরমিযী হা/২২৩৭; ছহীহ ইবনু মাজাহ হা/৪০৭২)। সে একজন কাফের, তার কোন সন্তান থাকবে না এবং সে মক্কা এবং মদীনায় প্রবেশ করতে সক্ষম হবে না (ছহীহ তিরমিযী হা/২২৪৬; ছহীহ জামে
উছ ছাগীর হা/৩৪০৩)। তার ডান চোখ অন্ধ হবে (ছহীহ তিরমিযী হা/২২৪১)

২টি মন্তব্য:

  1. আরও বিস্তারিতও বললে অনেক ভালো হত.যারা জানে না তাদের জন্যে

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ আপনাকে । আমার সাইটে আপনিই সর্ব প্রথম মন্তব্যকারী । এখানে দৃষ্টি রাখুন ইনশা-আল্লাহ এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন । ধন্যবাদ ।

    উত্তরমুছুন