বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১

তিনি সর্বদা কোন না কোন কাজে রত আছেন (রহমান ২৯)।


প্রশ্ন  : তিনি সর্বদা কোন না কোন কাজে রত আছেন (রহমান ২৯)। হে মানুষ ও জিন! আমি শীঘ্রই তোমাদের জন্য কর্ম মুক্ত হব (রহমান ৩১)। উক্ত আয়াতদ্বয়ের ব্যাখ্যা জানতে চাই।

উত্তর : হযরত আবুদ্দারদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেছেন যে,
كُلَّ يَوْمٍ هُوَ فِيْ شَأْنٍ আল্লাহ সর্বদা মহান কর্মে ব্যস্ত (রহমান ২৯)-এর ব্যাখ্যা এই যে, তিনি সর্বক্ষণ কারু পাপ ক্ষমা করছেন, কারু বিপদ সরিয়ে দিচ্ছেন, কাউকে উচ্চ সম্মানিত করছেন, কাউকে অপদস্থ করছেন (ইবনু মাজাহ হা/২০২ সনদ হাসান)
ইবনু জুরায়েজ বলেন, এর অর্থ
سنقضى لكم সত্বর আমরা তোমাদের ব্যাপারে ফায়ছালা করব। ইমাম বুখারী বলেন, سنحاسبكم لايشغله شئ عن شيئ সত্বর আমরা তোমাদের হিসাব নেব। কোন কিছুর ব্যস্ততা তাকে অন্য বিষয় হতে ভুলিয়ে রাখে না (ছহীহ বুখারী, সূরা রহমান-এর তাফসীর দ্রষ্টব্য)। এটি গাফেল লোকদের প্রতি আল্লাহর কঠোর ধমকি বিশেষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন