শুক্রবার, ২৫ মার্চ, ২০১১

ঘুষ প্রদান করা যাবে কি?


প্রশ্ন : ঘুষ প্রদান করা যাবে কি? ঘুষ দিয়ে চাকুরী নিলে উপার্জিত অর্থ বৈধ হবে কি?

উত্তর: ঘুষ দেয়া, নেয়া উভয়ই হারাম। রাসূলুল্লাহ (ছা:) ঘুষ দাতা ও গ্রহীতার প্রতি অভিসম্পাত করেছেন (ছহীহ আবুদাঊদ হা/৩৫৮০; মিশকাত হা/৩৭৫৩)। হকদারকে তার প্রাপ্য হক থেকে বঞ্চিত করে ঘুষ দিয়ে চাকুরী নিলে তার উপার্জিত অর্থ বৈধ হবে না। তবে হকদার তার হক রক্ষা করার জন্য কিছু ব্যয় করলে তা ঘুষ হবে না। তখন তিনি মাযলূম বলে গণ্য হবেন (হাশিয়া মিশকাত (দেওবন্দ ছাপা), উপরোক্ত হাদীছের আলোচনা দ্র:; বায়হাক্বী হা/২০৯৮৬)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন