সোমবার, ২১ মার্চ, ২০১১

ব্যভিচারী ব্যভিচার করার সময় মুমিন থাকে কি?


প্রশ্ন : ব্যভিচারী ব্যভিচার করার সময় মুমিন থাকে কি? এ অবস্থায় মারা গেলে স্থায়ী জাহান্নামী হবে কি?

উত্তর: এ সময় সে পূর্ণ মুমিন থাকে না। আবু হুরায়রা (রা:) বলেন, রাসূলুল্লাহ (ছা:) বলেছেন, যখন কোন মানুষ যেনা করে তখন ঈমান তার থেকে বের হয়ে যায় এবং তার মাথার উপর ছায়ার মত হয়ে থাকে। যখন সে এ কাজ থেকে বিরত হয় তখন ঈমান তার কাছে ফিরে আসে (আবুদাঊদ, মিশকাত হা/৬০)। ইমাম বুখারী (রহ:) বলেন, তার ঈমান পূর্ণ থাকে না। তার জন্য ঈমানের আলো থাকে না (বুখারী, মিশকাত হা/৫৪)। এ অবস্থায় মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন