মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১১

সোম ও বৃহস্পতিবার ছিয়াম পালন করা যাবে কি?


প্রশ্ন : প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে আইয়ামে বীযের নফল ছিয়াম পালনের সাথে সাথে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার ছিয়াম পালন করা যাবে কি?

উত্তর: এক সঙ্গে দু
টিই করা যাবে এবং তাতে ফযীলত ভিন্ন ভিন্ন। সোম ও বৃহস্পতিবারের ছিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ (ছা:)-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সোম ও বৃহস্পতি এ দুদিনে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিমকে ক্ষমা করে দেন। তবে সেই দুব্যক্তি ছাড়া যারা পরস্পর থেকে দূরে সরে থাকে। আল্লাহ বলেন, তাদের দুজনকে ত্যাগ কর। যতক্ষণ পর্যন্ত উভয়ে মীমাংসা না করে (ছহীহ ইবনু মাজাহ হা/১৭৪০; মিশকাত হা/২০৭৩)। অন্য হাদীছে এসেছে, এই দুদিন বান্দার আমল সমূহ আল্লাহ্র নিকট পেশ করা হয়। আমি পসন্দ করি যে, আমার আমল ছিয়াম অবস্থায় পেশ করা হোক (তিরমিযী, মিশকাত হা/২০৫৬)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন