বুধবার, ২৩ মার্চ, ২০১১

তাসবীহ দানায় তাসবীহ গণনা করা যাবে কি?


প্রশ্ন : তাসবীহ গণনা করার নিয়ম কী? তাসবীহ দানায় তাসবীহ গণনা করা যাবে কি?
 
উত্তর: ডান হাতে আঙ্গুলের মাধ্যমে তাসবীহ গণনা করতে হবে। রাসূলুল্লাহ (ছা:) ডান হাতে তাসবীহ গণনা করতেন (আবুদাঊদ হা/১৫০২; সিলসিলা যঈফাহ হা/৮৩-এর আলোচনা)। তিনি ডান দিক থেকে কাজ করা পসন্দ করতেন (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪০০)। আঙ্গুলকে ক্বিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে এবং সেগুলো কথা বলবে (তিরমিযী, আবুদাঊদ, মিশকাত হা/২৩১৬; হাইয়াতু কিবারিল ওলামা, ৯৯৯)
উল্লেখ্য, পাথর, কংকর বা দানার মাধ্যমে তাসবীহ গণনার যে হাদীছ বর্ণিত হয়েছে তা যঈফ ও জাল (তিরমিযী, আবুদাঊদ, মিশকাত হা/২৩১১; সিলসিলা যঈফাহ হা/১০০২)। কাজেই তাসবীহ দানা দ্বারা তাসবীহ গণনা করা যাবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন