মঙ্গলবার, ১ মার্চ, ২০১১

টেস্টটিউবের মাধ্যমে শিশু জন্ম দেওয়া কি বৈধ?


প্রশ্ন : টেস্টটিউবের মাধ্যমে শিশু জন্ম দেওয়া কি বৈধ? উক্ত শিশু সমাজে কিভাবে পরিচিতি লাভ করবে? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন?

উত্তর: টেস্টটিউবের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া শর্ত সাপেক্ষে জায়েয হতে পারে। কেবলমাত্র স্বামীর বীর্যই প্রক্রিয়া সম্পন্ন করে স্ত্রীর রেহেমে দেয়ার নির্ভরযোগ্য ব্যবস্থা থাকলে, ডাক্তার সততার সাথে তা সম্পন্ন করলে, কোন প্রকার প্রতারণার আশ্রয় না নিলে এবং শারীরিক কোন সমস্যা দেখা না দিলে করা যাবে। এ অবস্থায় উক্ত সন্তান তার পিতার নামেই পরিচিত হবে। সর্বদা মনে রাখতে হবে যে, আল্লাহ্ তাআলাই সবকিছুর সৃষ্টিকর্তা। আল্লাহ্ যাকে চান কন্যা আর যাকে চান পুত্র সন্তান দান করেন, আবার যাকে চান বন্ধ্যা বানান (শূরা ৪৯-৫০)। রোগ হলে আল্লাহ রোগের ঔষধও সেবন করতে বলেছেন। ফলে সাধারণভাবে কারো যদি সন্তান না হয় আর সন্তান নেয়া যদি একান্তই যরূরী হয় তাহলে এ পন্থা অবলম্বন করা যাবে। তবে অন্য কোন ব্যক্তির বীর্য কোনক্রমেই স্ত্রীর রেহেমে প্রবেশ করানো যাবে না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন