শনিবার, ২৬ মার্চ, ২০১১

জুম‘আর খুৎবা চলাকালীন সময়ে মুছল্লীবৃন্দ কিভাবে বসে খুৎবা শ্রবণ করবে?


প্রশ্ন :  জুমআর  খুৎবা  চলাকালীন  সময়ে মুছল্লীবৃন্দ কিভাবে বসে খুৎবা শ্রবণ করবে?

উত্তর: মুছল্লী তার সুবিধা মত বসে খুৎবা শুনবে। তবে ঘুম আসলে নড়েচড়ে বসবে (তিরমিযী, মিশকাত হা/১৩৯৪)। জুম
আর খুৎবা চলা অবস্থায় নিতম্বের উপর ভর দিয়ে দুহাঁটুকে বুকের সাথে একত্রিত করে বসা যাবে না (ছহীহ আবুদাঊদ হা/১১১০; ছহীহ তিরমিযী হা/৫১৪)। এছাড়া এমনভাবে বসা যাবে না যাতে ঘুম আসে এবং খুৎবা শুনতে ব্যাঘাত সৃষ্টি করে। যেমন ঠেস দিয়ে বসা ইত্যাদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন