রবিবার, ২০ মার্চ, ২০১১

ছালাতে দাঁড়িয়ে বার বার দাড়ি ও মুখমন্ডলে হাত বুলানো ও শরীরের বিভিন্ন জায়গায় চুলকানো যাবে কি?


প্রশ্ন: : ছালাতে দাঁড়িয়ে বার বার দাড়ি ও মুখমন্ডলে হাত বুলানো ও শরীরের বিভিন্ন জায়গায় চুলকানো যাবে কি?

উত্তর: বিনা কারণে লাগাতার এরূপ করলে ছালাত নষ্ট হয়ে যাবে। কেননা এর ফলে ছালাতের একাগ্রতা নষ্ট হয়। আল্লাহ্ তাআলা বলেন, নি:সন্দেহে সেসব ঈমানদার মুক্তি পেয়ে গেছে, যারা নিজেদের ছালাতে একান্তভাবে বিনয়াবনত হয় (মুমিনূন ১-২)। অতএব একান্ত প্রয়োজনে মাঝে-মধ্যে করা যাবে। বারবার করা যাবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন